| Tue 05 Nov, 2024
Admission Going on- 2024

Xebec Mission Statement:

We are committed to build an enlightening and responsible generation with patriotism and moral values by blooming the latent talent through life-long practical and participatory education aiming at minimum input but maximum output.

 

Xebec Oath:

I do take a solemn oath that I shall follow the school rules, shall abide by the Do’s and Don’ts of our religion, shall make the supreme devotion for my beloved country and engage myself for the service of humanity. I must do my level best to uphold the glory of my school and nation.

May Almighty be kind and merciful to be an ideal citizen and a true human being. (Amin)

 

 

গাওয়ার জন্য জাতীয় সঙ্গীতের পূর্ণপাঠ
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ,
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস,
আমার প্রাণে
ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি,
সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি!!
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে-
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কী দেখেছি
আমি কী দেখেছি মধুর হাসি।
সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি!!
কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো-
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে।
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো,
মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন
ও মা, আমি নয়নজলে ভাসি!!
সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি!

 

জাতীয় শপথ

আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না ।

হে প্রভূ আমাকে শক্তি দিন – আমরা যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে পারি। (আমিন)